হোয়াটসঅ্যাপ বাল্ক মার্কেটিং কি এবং কেন করবেন ?

হোয়াটসঅ্যাপ মার্কেটিং একটি বিশেষ ধরনের ডিজিটাল মার্কেটিং যা হোয়াটসঅ্যাপ ম্যাসেজিং সিস্টেমকে ব্যবহার করে কাস্টমারদের সাথে সম্পর্ক উন্নয়ন করে এবং ব্র্যান্ড প্রমোশন করে। এটি একটি নতুন কিন্তু খুব কার্যকরী ডিজিটাল মার্কেটিং মাধ্যম।এটি ব্যবহার করে আপনার যেকোন ব্যবসা বা সার্ভিস সম্পর্কিত সকল বিষয় আপনার সম্ভাব্য হাজার হাজার গ্রাহককে একক্লিকে পাঠিয়ে ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করে।হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো আপনার ব্যবসা,সার্ভিস কিংবা ব্র্যান্ডকে প্রমোট করা এবং গ্রাহককে এই সংক্রান্ত তথ্য জানানো।


কিভাবে আপনি WhatsApp মার্কেটিং কৌশল থেকে উপকৃত হতে পারেন?

নিচে কিছু তথ্য তুলে ধরছি একটু মনোযোগ দিয়ে দেখুন

১।পৃথিবীব্যাপি প্রতিদিন প্রায় ৬০ বিলিয়ন ম্যাসেজ সেন্ট করা হয় হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে: : যেটা পুরো পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় ৮.৫ গুন বেশি ।বাংলাদেশে এই সংখ্যা কয়েক মিলিয়ন যেটা প্রতিদিন আরও বৃদ্ধি পাচ্ছে। এজন্য হোয়াটসঅ্যাপ ম্যাসেজে আপনার ব্যবসার প্রমোশন করলে সেটা পৌছে যাবে লক্ষ লক্ষ ব্যবহারকারির কাছে। যেটা ব্যবসা ও বিক্রি দুটোই বৃদ্ধি করবে।

২। হোয়াটসঅ্যাপ এর রয়েছে অবিশ্বাস্য এনগেজমেন্ট হারঃ হোয়াটসঅ্যাপ এ মোট ম্যাসেজের ৯৮% ম্যাসেজ ওপেন করা হয় এবং পড়া হয়।RichMsg বাল্ক হোয়াটসঅ্যাপ সার্ভিসের মাধ্যমে আপনি কয়েক ক্লিকে হাজার হাজার ব্যবহারকারির কাছে ম্যাসেজ পাঠাতে পারবেন।সেইসাথে পাঠানো যাবে ব্যবসার প্রোমোশনাল ছবি,ভিডিও ও পিডিএফ। যা ব্যবসা সম্প্রসারনে রাখবে ইতিবাচক ভূমিকা।

৩। কম খরচে মার্কেটিং এর সুবিধা আপনি যদি কম খরচে ব্যবসার মার্কেটিং মাধ্যম খুঁজছেন, তাহলে RichMsg Bulk WhatsApp Marketing আপনার জন্য একটি সহজ মার্কেটিং মাধ্যম হতে পারে। অন্যান্য যেকোন মার্কেটিং মাধ্যম যেমন টিভিতে বিজ্ঞাপন, বিলবোর্ড,পোস্টার থেকে আপনি যদি মার্কেটিং এর জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তবে আপনার সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছাতে খুব বেশি অর্থ খরচ হবে না। অল্প বিনিয়োগে, আপনি অনেক মানুষের সাথে সংযোগ করতে পারবেন এবং আপনার ব্যবসার মার্কেটিং লক্ষ্য অর্জিত হবে।
৪। ব্যবসা বা সার্ভিসের বিক্রি বৃদ্ধি: হোয়াটসঅ্যাপ বাল্ক মার্কেটিং এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ব্যবসার বিক্রি বৃদ্ধি করতে পারবেন। কেননা বর্তমান তরুন প্রজন্ম ইন্টারনেট ও সোশালমিডিয়া গুলোতে বেশি সক্রিয় থাকে।RichMsg Bulk WhatsApp Marketing Service এর মাধ্যমে খুব সহজেই আপনার প্রমোশনাল ছবি,ভিডিও, পিডিএফ তাদের কাছে পৌছে যাবে। যার ফলে আপনার বিক্রি বেড়ে যাবে কয়েকগুন।




কেন RichMsg বাল্ক হোয়াটসঅ্যাপ ম্যাসেজ সার্ভিস গ্রহন করবেন?


আমাদের বাংলাদেশে প্রচলিত বাল্ক হোয়াটসঅ্যাপ সফটওয়ার দিয়ে এ ধরনের বাল্ক হোয়াটসঅ্যাপ মার্কেটিং করতে রয়েছে নানা ধরনের জটিলতা। বাল্ক হোয়াটসঅ্যাপ ম্যাসেজ সফটওয়ার থেকে খুব বেশি নম্বরে এসএমএস করা যায় না কারন নম্বর ব্লক হয়ে যায়। এছাড়াও এই সফটওয়ার এর সাইজ কয়েক গিগাবাইট হয়ে থাকে এবং কম্পিউটারে ইনস্টল করতে হয়। সফটওয়ারটি খুব বেশি বড় হওয়ায় সব ধরনের কম্পিউটারে এটি ব্যবহার করা যায় না। একাধিক কম্পিউটারে ব্যবহার করা যায় না এছাড়াও রয়েছে নানা ধরনের সমস্যা। এই সমস্যাগুলা সমাধান করে আমরা নিয়ে এসেছি RichMsg বাল্ক হোয়াটসঅ্যাপ ম্যাসেজ মার্কেটিং সার্ভিস। আমাদের সার্ভিস নিতে প্রয়োজন নেই কোন সফটওয়ারের। শুধুমাত্র আমাদের www.richmsg.net ওয়েবসাইটে লগিন করে আপনি যত খুশি তত বাল্ক হোয়াটসঅ্যাপ নম্বরে একক্লিকে ম্যাসেজ পাঠাতে পারবেন। ম্যাসেজে টেক্সট এর পাশাপাশি রয়েছে ছবি,ভিডিও ও পিডিএফ ফাইল পাঠানোর সুবিধা। এই সবকিছু পাঠানো যাবে এক ক্লিকে এবং সর্বনিম্ন একটি থেকে সর্বোচ্চ এক লক্ষ নম্বরে। এর জন্য প্রতি একটি নম্বরে ম্যাসেজ করতে আপনার খরচ হবে এক টাকা বা এক ক্রেডিট।আপনার সম্ভাব্য কাস্টমারকে ম্যাসেজ এর মাধ্যমে আপনার ব্যবসা বা প্রডাক্ট সম্পর্কে অবহিত করতে পারবেন সেইসাথে ছবি,ভিডিও ও পিডিএফ ফাইল এটাকে করবে আরো আকর্ষনীয়। ছোট,মাঝারি কিংবা বড় সব ধরনের ব্যবসার জন্য এটা উপযোগী।এর ফলে আপনার সেল কয়েক গুন পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।RichMsg বাল্ক হোয়াটসঅ্যাপ সার্ভিস আপনি যেকোন জায়গা থেকে মোবাইল কিংবা কম্পিউটার থেকে শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলেই ব্যবহার করতে পারবেন। সিস্টেম জেনারেটেড নম্বর থেকে ম্যাসেজ সেন্ড হয় তাই কোন নম্বর ব্লক হবার সম্ভাবনা নেই।ঝামেলা বিহীন এই বাল্ক ম্যাসেজ সার্ভিস আপনার ব্যবসাকে আরো সম্প্রসারিত করতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।RichMsg Bulk WhatsApp Service সবসময় দিচ্ছে নিরবিচ্ছিন্ন কাস্টমার সার্ভিস। বাল্ক ম্যাসেজ সেন্ড করতে কোন ধরনের টেকনিক্যাল প্রবলেম হলে আমাদের সাপোর্ট টিম রয়েছে সর্বদা সেবা দেয়ার জন্য। তাই বাংলাদেশের প্রচলিত হোয়াটসঅ্যাপ বাল্ক সফটওয়ার বাদ দিয়ে ব্যবহার করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিত্তিক সার্ভিস।


সারসংক্ষেপে বলতে গেলে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং ব্যবসাকে বিভিন্ন উপায়ে বৃদ্ধি করতে সহায়তা করে।এটি নতুন,পুরাতন কিংবা পোটেনশিয়াল কাস্টমারদের সাথে যোগাযোগ ও সংযোগ স্হাপনের একটি শক্তিশালী,সাশ্রয়ী ও সহজ উপায়। তাই সঠিকভাবে আমাদের RichMsg বাল্ক হোয়াটসঅ্যাপ ম্যাসেজ মার্কেটিং সার্ভিস ব্যবহার করে আপনার ব্যবসাকে বৃদ্ধি করুন কয়েক গুন।



আমাদের সার্ভিস সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেইজ

www.facebook.com/RichMsg

ওয়েবসাইট

www.richmsg.net